
ক্রিসমাস ইভের রাতে হরিহরপাড়ার আনাচে কানাচে ঘুরলেন আত্রেয়ী। দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন নতুন শীতবস্ত্র, ছোটদের দিলেন রকমারি উপহার। স্যান্টাবেশী এই তরুণী বিডিওর মেয়ে।
স্থানীয় বিডিও রাজা ভৌমিকের কন্যা আত্রেয়ী ভৌমিক। শুক্রবার রাতে বিডিও যখন সপরিবারে হরিহারপাড়া মামদালিপুর, মিয়ারবাগান, কান্দিপাড়া উত্তরপাড়া এলাকায় হাজির হন, বিডিওর কন্যা আত্রেয়ী চলেছিলেন সান্টার বেশে, আগে আগে। তাঁকে ঘিরে উৎসাহিত শিশুরা জড়ো হয়। আনন্দ ছড়িয়ে যায় স্যান্টাক্লজের উজ্জ্বল উপস্থিতিতে।