Latest News

বিডিও কন্যাই সান্টা! উপহারের ঝোলা কাঁধে জমিয়ে দিলেন মুর্শিদাবাদের ক্রিসমাস

দ্য ওয়াল ব্যুরোঃ বড়দিনের আগের রাত। ক্রিসমাস ইভের আনন্দে মেতেছে সারা দুনিয়া। কিন্তু উৎসবের এই আনন্দ সবাইকে ছুঁয়ে গেল কি? সবার মুখে হাসি ফুটল কি? সেসব ভাবতে ভাবতে মুর্শিদাবাদের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তিনি। তাঁর গায়ে স্যান্টার লাল সাদা পোশাক, মুখে সাদা দাড়ি। ব্যাগ ভর্তি উপহার নিয়েছিলেন সঙ্গে।

ক্রিসমাস ইভের রাতে হরিহরপাড়ার আনাচে কানাচে ঘুরলেন আত্রেয়ী। দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন নতুন শীতবস্ত্র, ছোটদের দিলেন রকমারি উপহার। স্যান্টাবেশী এই তরুণী বিডিওর মেয়ে।

স্থানীয় বিডিও রাজা ভৌমিকের কন্যা আত্রেয়ী ভৌমিক। শুক্রবার রাতে বিডিও যখন সপরিবারে হরিহারপাড়া মামদালিপুর, মিয়ারবাগান, কান্দিপাড়া উত্তরপাড়া এলাকায় হাজির হন, বিডিওর কন্যা আত্রেয়ী চলেছিলেন সান্টার বেশে, আগে আগে। তাঁকে ঘিরে উৎসাহিত শিশুরা জড়ো হয়। আনন্দ ছড়িয়ে যায় স্যান্টাক্লজের উজ্জ্বল উপস্থিতিতে।

You might also like