
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের নদীতে মর্মান্তিক ঘটনা। তিন সন্তানকে সঙ্গে নিয়ে জলে ঝাঁপ দিলেন মা! পারিবারিক অশান্তির জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি, অনুমান পুলিশের।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে। সেখানেই থাকতেন ওই মহিলা। শুক্রবার সকাল থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিজের তিন সন্তানকেও। এদিন দুপুরে কাবিলপুর এলাকায় নদীর ধারে এক শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই দৃশ্যে। খবর দেওয়া হয় পুলিশে।
পরিবার সূত্রের খবর, শুক্রবার বাড়িতে অশান্তি হয়েছিল। তারপর থেকেই নিখোঁজ ছিলেন মহিলা। এক শিশুর দেহ পাওয়া গেলেও বাকিদের এখনও সন্ধান মেলেনি। পরিবারের লোকজনের অনুমান তিন সন্তান নিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছেন ওই মহিলা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।