
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের রিপোর্টে বলেছে, উত্সবের মরশুমে দেশের যে কয়েকটি রাজ্যে হুহু করে সংক্রমণ বেড়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। পুজোর মধ্যে দেখা গিয়েছিল রোজই প্রায় চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে এদিনের বুলেটিন সেদিক থেকে সামান্য হলেও আশা ব্যঞ্জক।
এমনিতে দেশের গড় দৈনিক সংক্রমণ অনেকটাই কমে এসেছে। কিন্তু কয়েকটি রাজ্যের সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৯ জনের। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লক্ষ ৬৯ হাজার ৬৭১ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ২৫ হাজার ৮৮৮ জন। বাংলায় মোট মৃত্যু হয়েছে ছহাজার ৭৮৪ জনের। এই মুহূর্তে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯৯৯ জন।
শুক্রবারের বুলেটিনেও সংক্রমণের শীর্ষে কলকাতা, ৮৮০ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪পরগনা, ৮৬৬ জন। তবে দুই জেলাতেই ৯০০-র বেশি করে মানুষ সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
তা ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩০০ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন। হুগলি ও হাওড়ায় ২৪ ঘণ্টায় প্রায় আড়াইশ করে মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। এ ছাড়া পশ্চিম বর্ধমানের, দুই মেদিনীপুর, নদিয়া, মালদা, দার্জিলিং এবং কোচবিহারে শতাধিক করে মানুষ করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭৭৪টি স্যাম্পল টেস্ট হয়েছে।