
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের নতমুখী গ্রাফ যেন একটু স্বস্তির ছোঁয়া এনেছিল রাজ্যবাসীর মনে। আজ, বুধবার আবার লাফিয়ে বাড়ল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমণের সংখ্যা ১১ হাজার ৪৪৭।
গত পরশু অর্থাৎ সোমবারই রাজ্যে ১০ হাজারের নীচে নেমেছিল দৈনিক সংক্রমণ। গতকাল তা ফের খানিক বেড়ে হয় ১০ হাজার ৪৩০। আজ, বুধবার তা সাড়ে ১১ হাজার ছুঁইছুঁই! গত দুদিনের চেয়ে বেড়েছে মৃত্যুও। সোম ও মঙ্গল যেখানে ৩৩ ও ৩৪ জন কোভিডে মারা গিয়েছিলেন রাজ্যে, আজ সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৮।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৫৪ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১,৭৯৮ জন। আগেরদিনের চেয়ে বেশি।
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৯ লাখ ২৮ হাজার ৯৬১। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ১৯৩ জন। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ১৫ হাজার ৪১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১৬.৯৮ শতাংশ।