
তৃণমূলকে বিঁধলেন পদ্মের নবাগতা শ্রাবন্তী! পোস্টে লাইক মিমি-নিখিলের, উত্তাল সোশ্যাল মিডিয়া
আপাত ভাবে ব্যাপারটায় অস্বাভাবিকত্ব কিছুই নেই। বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষেরা পরস্পরের পোস্টে সাড়া দেবেন এতে আশ্চর্যের কী? কিন্তু ভোট আবহে সরগরম রাজ্যে পরিস্থিতিটাই যে আলাদা। রাজ্য সরকারকে কটাক্ষ করে করা পোস্টে লাইক কিনা শাসক দলেরই সাংসদের! অন্যদিকে বসিরহাটের সাংসদ নুসরতের স্বামীর ও করেছেন লাইক স্বাভাবিক ভাবেই উত্তাল সোশ্যাল মিডিয়া। তুঙ্গে জল্পনা!
গতকাল শ্রাবন্তী মনোনয়নপত্র জমা দেওয়ার দেন। জমা দেওয়ার পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফুর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সাথে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম।”
শ্রাবন্তীর করা এই পোস্টেই লাইক করেন মিমি, আর তাই নিয়েই নানা গুঞ্জন শুরু হয় রাজনীতির ময়দানে। এবছর ভোটের আগে যে হারে ফুল বদলের হিড়িক পড়েছে তাতে যে কোনও সময় যা কিছুই ঘটতে পারে! কিন্তু মিমি যথেষ্ট ব্যস্ত এখন ভোটের প্রচারে ‘দিদি’র হয়ে, আর তার মাঝে এই লাইক অন্যরকমের সমীকরণকে খানিকটা হলেও উসকে দিচ্ছে! তবে নেহাত সৌজন্য দেখিয়ে লাইক করেছেন মিমি, বলে মনে করছেন। এর আগে সাংসদ দেবকেও দেখা গেছে রাজনীতিতে নবাগত অভিনেতা যশকে শুভেচ্ছা জানাতে।
এদিকে বেহালা পশ্চিম কেন্দ্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে সেখানে অভিনয় থেকে রাজনীতির ময়দানে পা রাখা অভিনেত্রীকে বেশ লড়াইয়ের মুখে পড়তে হবে বলেই জল্পনা। এই অবস্থায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শ্রাবন্তী।