Latest News

ইসিএলের পরিত্যক্ত খাদানে মানসিক ভারসাম্যহীন তরুণ! ক্রেন নামিয়ে উদ্ধার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো : ইসিএলের পরিত্যক্ত কয়লা খাদানে পড়ে গেলেন তরুণ। রাত থেকে অনেক চেষ্টার পর মঙ্গলবার ভোরে ক্রেনের সাহায্যে কয়লা খাদান থেকে তাঁকে উদ্ধার করেছে প্রশাসন। বছর উনিশের ওই তরুণ মানসিক ভারসাম্য খুইয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কনকনে শীত উপেক্ষা করেও এই উদ্ধারকাজ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত ওই তরুণ নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তিতে সকলেই। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জামুড়িয়ার শ্রীপুরের তিনপটিয়ার ইসিএলের একটি পরিত্যক্ত কয়লা খাদান রয়েছে। জাফর খান নামে ওই তরুণ সম্ভবত কোনওভাবে সেখানে পড়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সম্প্রতি। কয়লা খাদানে তাঁর আটকে পড়ার বিষয়টি সোমবার রাতে স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন থানায়। দ্রুত দমকল বিভাগ এবং ইসিএলের উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। কিন্তু ওই তরুণের মানসিক স্থিতি ঠিক না থাকায় উদ্ধারকাজ চালাতে গিয়ে বেশ বেগ পেতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই তরুণ এখানে বাবা-মা, কাকা-মামাদের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম সিরাজ খান। চার-পাঁচদিন ধরে তাঁর মানসিক সমস্যা দেখা দিয়েছিল। কোনওভাবে ঘর থেকে বেরিয়ে পৌঁছে যান ইসিএলের পরিত্যক্ত কয়লা খাদানে। খাদানের মধ্যে পড়ে যান তিনি। শেষে মঙ্গলবার ভোরে ক্রেনের সাহায্যে ওই খাদানের ভিতরে খাঁচা নামানো হয়। খাঁচায় উদ্ধারকারী দলের দুই সদস্য‌ও ছিলেন। তাঁরাই ওই তরুণকে সঙ্গে নিয়ে ক্রেনের সাহায্যে আবার উপরে উঠে আসেন। তরুণ শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার হওয়ায় খুশি সকলেই। উদ্ধারকারীদলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

You might also like