Latest News

বিধ্বংসী আগুন কাঁথির মৎস্য বন্দরে, পুড়ে ছাই দুটি ট্রলার, ক্ষয়ক্ষতি বিপুল

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে আচমকাই ভয়াবহ আগুন লাগে পেটুয়াঘাট মৎস্য বন্দরে। দাউদাউ করে জ্বলে ওঠে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ট্রলার। আগুন ছড়িয়ে পড়ে পাশের ট্রলারগুলিতেও। সূত্রের খবর, দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি ট্রলার। আগুনে ক্ষতি হয়েছে বাকি ট্রলারগুলিরও।

কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন তিনজন। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলারে আগুন লেগেছে দেখেই দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল এসে পৌঁছয় ঘণ্টাখানের পরে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি ট্রলার। পাশের ট্রলারগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে।

দমকল আসতে দেরি করায়, মৎস্যজীবীরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত দেন। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। কয়েকজনের হাত-পা পুড়ে গিয়েছে।

স্থানীয় এক মৎস্যজীবী জানিয়েছেন, পেটুয়াঘাটের জেটিতে রাতের দিকে সার বেঁধে ট্রলারগুলি দাঁড়িয়ে থাকে। দুটি ট্রলারে আগুন ছড়াতে দেখেই আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। কারণ ট্রলারগুলিতে প্রায কোটি টাকার জিনিস ছিল। অভিযোগ, দমকল আসার আগেই পাইপে করে জল দিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দুটি ট্রলার ভস্মীভূত হয়ে গেছে। বাকি ট্রলারগুলিরও ক্ষতি হয়েছে।

মৎস্যজীবীদের অভিযোগ, সঠিক সময় দমকল চলে এলে এতটা ক্ষয়ক্ষতি হত না। দমকলকর্মীদের ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইনভার্টার থেকে আগুন লেগেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like