
দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভা এলাকার একটি বস্তি। ভোররাতে আগুন (Fire) লাগে বস্তিতে। প্রচুর দাহ্য বস্তু, গ্যাস সিলিন্ডার ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন বিধ্বংসী চেহারা নেয়। একের পর এক বস্তির ঝুপড়ি ঘর পুড়তে শুরু করে। গোটা বস্তিটাই ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।
ক্ষীরপাই পুরসভা এলাকায় হালদারদিঘির বস্তি বেশ বড়। অনেকগুলো ঘর ছিল সেই বস্তিতে। এলাকাবাসীরা বলছেন, ভোররাতে আর্তনাদ শুনে সকলে ছুটে বেরিয়ে এসে দেখেন গোটা বস্তিটাই দাউদাউ করে জ্বলছে (Fire)। একের পর এক ঘরে আগুন ধরে যাচ্ছে। বস্তিবাসীরা দৌড়োদৌড়ি করে আগুন নেভানোর চেষ্টা করছেন। কান্নাকাটি করছে বাচ্চারা। প্রথমে এলাকার লোকজনই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর যায় দমকলে।
বস্তিবাসীদের দাবি, অনেকগুলো ঘর পুড়ে গেছে আগুনে। দমকল যতক্ষণে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে বহু মানুষ তাঁদের মাথাগোঁজার জায়গা হারিয়েছেন। অনেক দরকারি নথিপত্র পুড়ে গেছে। বস্তির লোকজনের অভিযোগ, ভোররাতে ইচ্ছা করেই কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বস্তিতে। কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি সেখানকার বাসিন্দারা।
বস্তির কয়েকজন বাসিন্দা বলেছেন, ভোররাতে যখন সকলে ঘুমোচ্ছিল তখনই আগুন লাগে। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ তাঁদের। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকল জানাচ্ছে, বস্তির বেশিরভাগ ঘরই পুড়ে গেছে। প্রভূত ক্ষতি হয়েছে। তবে কোনও প্রাণহানি ঘটেনি।