Latest News

রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল বাতিল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকে রবিবার অবধি শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ ও কাল রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন।

পূর্ব রেল সূত্রে খবর, সোমরাবাজার ও বেহুলা স্টেশনে রক্ষণাবেক্ষনের কাজ চলবে ২৯ জানুয়ারি। সে কারণে ব্যান্ডেল-কাটোয়া শাখায় সপ্তাহান্তে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন।

পাত্রী চাই, আমি পণ দেব! ভরা বাজারে পোস্টার হাতে বিয়ের জন্য মেয়ে খুঁজছেন যুবক, পেলেন কি?

শিয়ালদায় ক্যানিং শাখা, লক্ষ্মীকান্তপুর শাখা, বজবজ শাখা ও ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার রাতে বাতিল থাকছে আপ শিয়ালদা-বজবজ লোকাল, ডাউন বজবজ-শিয়ালদা লোকাল। বাতিল আপ শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল, ডাউন ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, আপ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ডাউন লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, আপ শিয়ালদা-ক্যানিং লোকাল।

You might also like