Latest News

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা, ভাইয়ের রক্তাক্ত দেহ মিলতেই শান্তিপুরে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা। তারপরেই মিলল ভাইয়ের রক্তাক্ত দেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা নদিয়ার শান্তিপুর পুরসভার ১৭ ওয়ার্ডের তিলিপাড়ায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উত্তম প্রামাণিক। বয়স আনুমানিক ২২ বছর। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে ফোন করে উত্তমকে ফোন করে ডেকে নিয়ে যায় তার দাদা। এরপর আর সারারাত বাড়ি ফেরেনি উত্তম। সারারাত বাড়ি না ফেরায় শুক্রবার সকালে উত্তমের স্ত্রী ভাসুরের বাড়িতে খোঁজ করতে যায়। তাঁর কথায়, “ওখানে গিয়ে কারও কোনও সাড়াশব্দ মেলেনি। আমার ডাকাডাকিতেও কেউ দরজা খোলেনি। এরপরেই জানলা দিয়ে উঁকি মেরে দেখি ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আমার স্বামী।”

উত্তমের স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘরের তালা ভেঙে পুলিশ উত্তমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কী কারণে ওই যুবককে খুন হতে হল, তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স! পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ

You might also like