Latest News

ডানকুনিতে বিধবা মহিলার সঙ্গে স্বামী উধাও! পুলিশের দ্বারস্থ স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, প্রেমে পড়লে মানুষের অসাধ্য কিছুই নেই। যেমন বালির বধূরা রাজমিস্ত্রিদের প্রেমে পড়ে ঘর ছেড়েছিলেন। তেমনি এবার বালির একটু দূরেই, ডানকুনিতে এক বিবাহিত যুবকের সঙ্গে পালালেন এক বিধবা মহিলা। সেই ঘটনায় নতুন করে শোরগোল পড়ল রঘুনাথপুরে।

হুগলির ডানকুনি থানার রঘুনাথপুর এলাকার গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, তাঁর স্বামী শুভ মণ্ডলকে নিয়ে পালিয়েছেন এক বিধবা মহিলা।

জানা যায়, সেই বিধবার স্বামী গত হয়েছেন চার বছর আগে। তাঁর এগারো বছরের একটি ছেলে রয়েছে। সেই অবস্থায় গত ৫ জানুয়ারি সকালেই শুভ মণ্ডল আর সেই মহিলা একসঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ। শুভর স্ত্রী জানান, জরুরি কাজ আছে বলে সকাল সকাল সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভ। তারপর বেলা গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। বার বার ফোন করেও সাড়া পাওয়া যায়নি তাঁর।

ওই মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা আগে থেকেই আঁচ করেছিলেন বধূ। সন্দেহ গভীর হতে সেদিনই তিনি সেই মহিলার বাড়িতে হানা দেন। গিয়েই কোর্ট পেপারে একটি লেখা পান। তাতে তিনি লিখে রেখেছিলেন, তিনি শুভর সঙ্গে ঘর বাঁধবেন। ছেলে ঈশানকে শ্বশুর আর দেওরের কাছে রেখে যাচ্ছেন। শুধু তাই নয়, ওই মহিলার শ্বশুর বিন্দেশ্বর চৌধুরী, দেওর ছোট্টু চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যেরও স্বাক্ষর ছিল তাতে। এদিকে এক বছরের মেয়ে নিয়ে দিশেহারা শুভর স্ত্রী। তিনি চান স্বামী ফিরে আসুক। ঘটনায় হতবাক শুভর বাবা দেবেন মণ্ডলও। ডানকুনি থানায় অভিযোগ জানিয়েছেন তিনিও। ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

You might also like