
রাজ্যপাল এই টুইট করার পর এদিন দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে রাজ্যপালের টুইট নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেছেন, “ভাই নমস্কার। আমি কিছু বলতে পারব না। টুইট করাটা ওনার হ্যাবিট। ওনাকে টুইট করতে দাও। ওনাকে সারাদিন তো কিছু করতে দাও। ওনাকে পাবলিসিটির মধ্যে তো থাকতে হবে। আমাকে যেমন সারাদিন কাজ করতে হয়”। মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য দেখে অনেকে মনে করছেন, রাজভবন নবান্ন সংঘাতের পরিবেশ চলছে এবং চলবে।
Governance @MamataOfficial away from constitutional prescriptions.
Post poll violence & vandalism continues unabated. ACS @HomeBengal has not even sent report sought by me 2 days ago & sitting ones from @WBPolice @KolkataPolice.
Silence of Fourth Pillar of Democracy baffling !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 6, 2021
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করার পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে এক প্রকার যৌথ বিবৃতি দেন। তখন রাজ্যপাল বলেন, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে ফেরা কম কথা নয়। আমি আশা করি আমার ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী কাজ করবেন। দ্রুত রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হবে।
আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার ভার তাঁর হাতে ছিল না। শপথ গ্রহণের পর সেই দায়িত্ব তিনি ফিরে পেয়েছেন। এবার কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে”।
কিন্তু গত চব্বিশ ঘণ্টায় এর পরেও বিক্ষিপ্ত ভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরণ যেমন পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন, তেমনই কোচবিহারে তৃণমূল নেতা উদয়ন গুহর হাত ভেঙেছে বিরোধীদের হামলায়। রাজ্যপালের কথায়, এ সব দেখে তাঁর ঘুম হচ্ছে না। রাজ্যে অরাজকতা দেখে তিনি লজ্জিত। আবার মুখ্যমন্ত্রী এই অশান্তির দায় বিজেপির উপরেই চাপিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় নেতারা বাইরে থেকে উস্কানি দিচ্ছেন। ২৪ ঘণ্টাও হয়নি সরকারের, এর মধ্যেই কেন্দ্রের টিম আসছে, বিজেপি মন্ত্রীরা আসছেন, নেতারা আসছেন। বিজেপির উচিত হার স্বীকার করে সহিষ্ণু আচরণ করা।