
ছোটদের জন্য লেখা চিঠিতে মমতা জানিয়েছেন ২০২২ সালের প্রথম সপ্তাহ ‘স্টুডেন্টস উইক’ হিসেবে পালন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশেই এই সপ্তাহ উৎসর্গ করা হয়েছে। ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘তরুণের স্বপ্ন’-এর মতো প্রকল্পের মাধ্যমে সরকার যে ছাত্রছাত্রীদের পাশেই রয়েছে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে ছোটদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের জন্যেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের উদ্দেশে তাঁর আশীর্বাদ ‘খুব মন দিয়ে লেখাপড়া করো, পরিশ্রমও আর অধ্যাবসায়কে সম্বল করে সব বাধা পেরিয়ে এগিয়ে যাও। তোমরা একদিন খুব সফল হবে আর অভিভাবক ও দেশবাসীকে গর্বিত করবে। তোমাদের চলার পথে আমার ভালবাসা, আশীর্বাদ তোমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে।’ আগামীদিনেও ছাত্রছাত্রীদের জন্য আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসবে রাজ্য সরকার, নতুন বছরের শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।