
জেলায় কেন দু’শোর নীচে নামছে না সংক্রমণ, জেলাশাসকদের পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিন সাংবাদিক বৈঠকের আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। সেখানে জেলাগুলিতে করোনা মোকাবিলার জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, যে সমস্ত জেলাগুলিতে এখনও দৈনিক করোনা সংক্রমণ ২০০-র বেশি রয়েছে, সেখানে ছোটো ছোটো কনটেনমেন্ট জোন তৈরির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের উদ্দেশে তাঁর বক্তব্য, করোনার প্রকোপ আরও কমাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা কনটেনমেন্ট জোন তৈরির ব্যবস্থা করুন।
রাজ্যের সাত থেকে আটটি জেলায় এখনও রোজ ২০০ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন তিনি।
রাজ্যে দুয়ারে সরকার পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্ট মাসেই তা চালু হয়ে যেতে পারে। তবে দুয়ারে রেশন প্রকল্প চালু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে খবর। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এখনও অনেকের আধার লিঙ্ক হয়নি। তাই দুয়ারে রেশন হতে আরও দু-তিন মাস সময় লাগবে।
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খাদ্য দফতরের সঙ্গে বৈঠকের পর এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে, যাঁরা যাঁরা রেশন কার্ড থাকা সত্ত্বেও তা ব্যবহার করছেন না, তাঁদের রিপোর্ট জমা দিতে হবে।