Latest News

গাজোলের কাছে নয়ানজুলিতে পড়ল বাস, মৃত অন্তত দুই! রাত পোহালেই মুখ্যমন্ত্রীর সভা

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মালদার গাজোলে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশাসনিক জনসভা। তার আগেই প্রায় মাঝরাতে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা (Maldah Bus Accident)। গাজোলের পাণ্ডুয়ার কাছাকাছি নয়ানজুলিতে পড়ে গেল বাস, মৃত্যু হল অন্তত দু’জনের (2 died)। আশঙ্কাজনক অবস্থায় আহত আরও অনেকে।

জানা গেছে, মুখ্যমন্ত্রীর সভায় হাজির থাকার জন্যই ওই বাসে করে আসছিলেন যাত্রীরা। ফারাক্কা থেকে রায়গঞ্জের দিকে বাসটি যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর মঙ্গলবার কম্বল ও অন্যান্য সামগ্রী দান করার কথা, সে সব নেওয়ার জন্য এবং জনসভায় উপস্থিত থাকার জন্যই ওই বাসে করে আসছিলেন অনেকে।

ঘটনাস্থলে উপস্থিত মীনা বর্মন বলেন, ‘মমতা দিদি আসবেন, ওখানেই নিয়ে যাওয়া হচ্ছিল সবাইকে সরকারি বাসে করে। অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বাসে। বাচ্চারাও ছিল বাসে। প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল গাজোলের কলেজ মাঠে।’

আর এক ব্যক্তি বলেন, ‘আমরা খবর পেয়ে ছুটে আসি, অনেককে উদ্ধার করি। অন্তত দু’জন মারা গিয়েছেন।’

জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা! টাকি রোডের উপর বড়সড় দুর্ঘটনা

You might also like