Latest News

নচি-মদন গান গাইবেন একসঙ্গে, পুরভোটের থিম সংয়ে লাভলি-নীলাঞ্জনা

দ্য ওয়াল ব্যুরো: একজনের গান বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অন্যজনের রাজনৈতিক জীবনের মোড় ঘুরে যাওয়ার পর ইদানিং গান, মিউজিক ভিডিও, ফেসবুক লাইভ—ইত্যাদিতেই তাঁর ভেসে থাকা। প্রথম জন নচিকেতা চক্রবর্তী। দ্বিতীয় জন মদন মিত্র। এবার সেই দু’জনেই একসঙ্গে গান রেকর্ড করতে চলেছেন।

কলকাতা পুরসভা ভোটের আগে সেই থিম সং প্রকাশ হবে। খুব তাড়াতাড়িই তা আসছে বলে জানা গিয়েছে মদন ঘনিষ্ঠদের সূত্রে। এই গানের লেখক এবং সুরকার অভিজিৎ পাল। ভাবনায় কুণাল সাহা।

নচিকেতা এমনিতে রাজনীতি সম্পর্কে নাক সিঁটকলেও দিদির ভক্ত। পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যালবাম প্রকাশিত হয়েছিল সেই রেকর্ডিং করার ক্ষেত্রেও নচিকেতার ভূমিকা ছিল। ভবানীপুরের উপনির্বাচনের আগের দিন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বাড়িতে দিদির সেই পুজো অ্যালবাম রেকর্ড হয়েছিল। সেখানেও ছিলেন নচিকেতা।

তবে ইদানিং নচিকেতা আর অরাজনীতির মোড়ক রাখছেন না। সরাসরি তৃণমূলের মঞ্চে আবির্ভূত হচ্ছেন। মঙ্গলবারই ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তর হয়ে প্রচারে বেরিয়েছিলেন নচিকেতা। আর মদন তো উত্তর-দক্ষিণ চষে ফেলছেন। বীরভূম থেকে কাঁচাবাদামের ভুবন বাদ্যকারকেও প্রচারে নামিয়েছেন কলকাতায়। এবার সেই মদন আর নচিকেতা একসঙ্গে গাইবেন থিম সং। ওহ লাভলির সঙ্গে মিশে যাবে নীলাঞ্জনা, রাজশ্রী, পৌলমীরা।

You might also like