Latest News

#Breaking: অনুপম খুনে যাবজ্জীবন মনুয়া ও তার প্রেমিক অজিতের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : অনুপম সিংহ খুনের মামলায় তাঁর স্ত্রী মনুয়া মজুমদার ও মনুয়ার প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাদের। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকালই এই মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করেন বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক। খুনের ২৬ মাস পরে এই মামলার সাজা ঘোষণা হল।

শুনানি শেষ হওয়ার পর গত ১৫ জুলাই রায়দানের কথা থাকলেও আইনগত কিছু কারণে সে দিন রায় দান পিছিয়ে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, ২৫ জুলাই রায়দান হবে। সেই মতোই বৃহস্পতিবার বিচারক অভিযুক্ত মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করেন।

২০১৭ সালে তেসরা মে সকালে বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থায় কর্মরত অনুপম সিংহের (৩৪) ক্ষতবিক্ষত দেহ মেলে তাঁর হৃদয়পুরের বাড়ি থেকে। তদন্তে জানা যায়, তাঁর মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল আগের রাতেই। এবং এই খুনের ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও মনুয়ার প্রেমিক অজিত রায়ের বিরুদ্ধে। অনুপম খুন হওয়ার ১৩ দিনের মাথায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ বারাসত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রাথমিক ভাবে তাদের মনে হয়েছিল আর্থিক লেনদেন সংক্রান্ত গোলমালে খুন হয়েছেন অনুপম। পরে অবস্থাপন্ন অনুপমের খুনের পিছনে টাকাপয়সার প্রত্যক্ষ সংযোগ খুঁজে পায়নি তারা। নোট বাতিলের সময়ে হুন্ডির সঙ্গে অনুপমের সংস্থার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানা গেলেও খুনের সঙ্গে এই বিষয়ে কোনও যোগও পাওয়া যায়নি। পরে এই খুনের ঘটনায় মনুয়া ও তার প্রেমিক অজিতের জড়িত থাকার কিছু প্রমাণ সামনে আসে তাদের।

যে দিন গভীর রাতে খুন হয়েছিলেন অনুপম, সে দিন তাঁর স্ত্রী মনুয়া বাপের বাড়িতে ছিলেন বলে দাবি করলেও ঘটনার দিন দুপুরে হৃদয়পুরে অনুপমের বাড়িতে অনুপমের অগোচরে অজিত, মনুয়ার উপস্থিতি টের পায় পুলিশ। তদন্তে জানা যায়, মনুয়া ওই বাড়ি থেকে বারাসতে বাপের বাড়ি ফিরলেও থেকে গিয়েছিল অজিত। পুলিশ এই সূত্র ধরেই তদন্তের জাল গুটিয়ে আনতে থাকে।

হত্যাকাণ্ডের ৮৬ দিন পরে আদালতে চার্জশিট জমা দেয় বারাসত থানার পুলিশ। এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আজ মনুয়া ও অজিতের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনার পরেই আদালত প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের বাবা জগদীশ সিংহ ও মা কল্পনা সিংহ। গতকালই সন্তান খুনে দোষীদের ফাঁসির সাজা দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁরা। বলেছিলেন, “আমাদের চোখের জল বৃথা যাবে না। ওদের ফাঁসির সাজা হলে তবেই শান্তি পাবে আমাদের সন্তানের আত্মা।”

You might also like