
বৃষ্টি থামতেই কমতে শুরু করেছে গঙ্গার জলস্তর। আর তাতেই নতুন করে বিপত্তি। নতুন করে ভাঙন শুরু হয়েছে নদীতে। রবিবার সকাল থেকেই ভাঙন শুরু হয়েছে বলে খবর। জমি ভেঙে ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে শুরু করেছে। ফের ভিটে-মাটি ছাড়া হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা।
অভিযোগ, এই ভাঙন সামসেরগঞ্জের বহু পুরনো সমস্যা। তবে এখনও পর্যন্ত এই সমস্যার সমাধানের কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দুদিন আগে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
অক্টোবর মাসে একবার এই এলাকায় ভাঙন হয়েছিল। তারপর আবার ভাঙতে শুরু করেছে নদীর পাড়। ভয়ে সিঁটিয়ে আছেন সেখানকার বাসিন্দারা। গঙ্গার ধারে যে মাটির বাঁধ রয়েছে তাতে ফাটল দেখা দিয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। এমনকি বাঁধের কিছু কিছু অংশ তলিয়ে গেছে জলে। এই পরিস্থিতিতে প্রশাসনের দিকেই তাকিয়ে আছেন তাঁরা।