Latest News

যেখানে বাঘের ভয়… আতঙ্কে কাঁপছে লালগড়বাসী! বন্ধ জঙ্গলে যাওয়া, দেখুন ভিডিও

 

দ্য ওয়াল ব্যুরো: বাঘের আতঙ্কে কাঁপছে লালগড়। এবার জঙ্গলে যাওয়া বন্ধই করে দিয়েছেন গ্রামবাসীরা। খুব প্রয়োজন না থাকলে জঙ্গলে ঢুকতে চাইছেন না কেউই। গোয়ালেই বাঁধা রয়েছে গবাদি পশু। রবিবার জলাশয়ের ধারে ফের নতুন করে পায়ের ছাপ দেখা গিয়েছে। অনেকেই বাঘ ঢুকেছে বলে আশঙ্কা করছেন।

গ্রামবাসীদের দাবি, ভোরের দিকে জল খেতে এখানে এসেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ভিজে মাটিতে পায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। পাশাপাশি গ্রামের আরও একজন একঝলক দেখতে পায় জন্তুটিকে। তাঁরা মতে জন্তুটিকে বাঘের মতোই দেখতে।

দেখুন ভিডিও।

বন দফতরও গোটা বিষয়টার উপর নজর রাখছে। খাঁচা, নেট সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছে। পায়ের ছাপ, মৃত ছাগলের মৃতদেহ পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা যা বলবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বন দফতর। তার আগে পর্যন্ত এলাকাবাসীরা আতঙ্কে জঙ্গলে যাওয়া বন্ধ করেছেন।

You might also like