ঘটনার সূত্রপাত শনিবার। নারায়ণগড়ের নারমা গ্রামের দিলীপ দণ্ডপাট করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার খড়গপুর মহকুমা হাসপাতালেল কোভিড ওয়ার্ডে ভর্তি হন। কিন্তু শনিবার দুপুরের পর থেকে ওই রোগীকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিজনদের দাবি তাঁরা গোটা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খুঁজেছেন। কিন্তু দিলীপবাবুকে কোথাও খুঁজে পাননি। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে ঘটনার দিন হাসপাতালের সবকটি সিসিটিভি আশ্চর্যজনকভাবে বন্ধ ছিল বলে তাঁদের অভিযোগ।
সোমবার সকালে ওই রোগীর পরিজনরা আচমকাই দল বেঁধে হাসপাতালে চড়াও হন। তাঁরা সরকারি নথিপত্র লন্ডভন্ড করে দেওয়ার পাশাপাশি কাঁচ, দরজা ভেঙে দেন। এমনকি হাসপাতালের কম্পিউটার, প্রিন্টারও আছাড় মেরে ভেঙ্গে ফেলা হয়। এরপরই খড়গপুর থানার পুলিশ এসে ওই পরিবারের বেশ কয়েকজন পুরুষ সদস্যকে আটক করে।