Latest News

পণ নেব না, দেব না, পড়ুয়াদের শপথ নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ে, ভাঙলে বাতিল ডিগ্রি

দ্য ওয়াল ব্যুরো: নানা সামাজিক ইস্যুতে (social issues) দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা কেরলে (kerala) পণপ্রথার (dowry) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হল বিশ্ববিদ্যালয়ও (university)। স্বাক্ষরতায় প্রথম দেশের দক্ষিণের এই রাজ্যের কালিকট বিশ্ববিদ্যালয় (calicut university) পড়ুয়াদের ডিগ্রি নেওয়ার আগে পণ নেবেন না, এই মর্মে শপথ গ্রহণ (pledge) বাধ্যতামূলক করল। সেইসঙ্গে শপথ ভাঙলে ডিগ্রি বাতিল করা হবে, এও বলে দেওয়া হয়েছে তাদের।  গত সপ্তাহেই কোচির ফিশারিজ ও ওসিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ৩৮৬ জন পড়ুয়া তাঁদের ডিগ্রি নেওয়ার আগে পণ না নেওয়ার ঘোষণাপত্রে সই করেছেন।

আরও পড়ুন—আলিয়ার ‘কন্যাদান’ বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতির অপপ্রচার, গর্জে উঠলেন কঙ্গনা

আদতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে পণপ্রথা বিরোধী শপথ নেওয়ানোর ভাবনাটি কেরলের রাজ্যপাল (governor) আরিফ মহম্মদ খানের (arif mohammad khan)। রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি পণপ্রথাঘটিত মৃত্যুকে (dowry-related deaths) ঘিরে প্রবল শোরগোল হয়েছে। সেই প্রেক্ষাপটে রাজ্যপালের ভাবনাকে পূর্ণ সমর্থন জানায় পিনারাই বিজয়ন সরকার (vijayan government)।

কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য এম কে জয়রাজ বলেছেন, সরকার এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে  আমরা গ্রহণ করি। এমন উদ্যোগ পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা প্রসারে সহায়ক হবে বলে অভিমত জানান তিনি।

ঘোষণাপত্রে বলা হয়েছে, আমি সজ্ঞানে সম্পূর্ণ বুঝে নিলাম যে, পণ দেওয়া নেওয়া বা তাতে উত্সাহ, মদত দেওয়া সংক্রান্ত নিয়মবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল বা ডিগ্রি প্রত্যাহার বা খারিজ সহ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যদিও ছাত্রনেতা কে রেশমা এহেন শপথ গ্রহণকে ভাল উদ্যোগ আখ্যা দিয়েও বলেছেন, আমাদের কিন্তু সুনিশ্চিত করতে হবে যে, বিধিভঙ্গকারীদের চিহ্নিত করে তাদের ডিগ্রি দেরি না করে বাতিল করা হবে। পণপ্রথা নিরসনে নানা আইন থাকলেও তার রূপায়ণ সুনিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরাও।

 

 

You might also like