
‘রাজীব ইজ বিগ জিরো, প্রমাণ করে দিয়েছি’, বিস্ফোরক কল্যাণ
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরের দিন তাঁর এই বৈঠক নিয়ে জল্পনার ডালপালা বিকশিত হয়। রাজীব এটাকে সৌজন্য সাক্ষাত্ বললেও ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন কল্যাণ বলেন, “রাজীব ইজ বিগ জিরো। হি ইজ নিল। ডোমজুড়ে ওকে তেতাল্লিশ হাজারে হারিয়ে প্রমাণ করে দিয়েছি।” প্রসঙ্গত হাওড়ার ডোমজুড় বিধানসভা পড়ে শ্রীরামপুর লোকসভার মধ্যে।
যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজীবকে দলে ফেরানো হবে কি না তার মানদণ্ড ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তৃণমূলে ফেরার সাংবাদিক বৈঠকে গতকালই মমতা বলেছিলেন, “মুকুল নির্বাচনের সময়ে আমাদের দলের বিরুদ্ধে একটা কথাও বলেনি। এখানে চরমপন্থী-নরমপন্থী ব্যাপার আছে। যাঁরা মুকুলের সঙ্গে গেছিলেন তাঁরা ফিরতে চাইলে দল ভাববে। তবে যাঁরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তাঁদের দলে নেওয়া হবে না।”
তবে কল্যাণ বলেছেন, এমন পনেরোটি ভিডিও তাঁর কাছে আছে যেখানে রাজীব মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। কল্যাণবাবু পুরো সিদ্ধান্তই দলের শীর্ষ নেতাদের উপর ছেড়েছেন। তবে এও বলেছেন, রাজীবের আসলে গণভিত্তি বলতে কিচ্ছু নেই ।