Latest News

নন্দীগ্রামে মেডিক্যাল অফিসার, চিকিত্‍সক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউ শুরু ২৪ মে থেকে

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার হাল তথৈবচ। একাধিক অধিকর্তাকে বদলির দাবি জানিয়েছিলেন তিনি। শনিবার দেখা গেল মেডিক্যাল অফিসার ও ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নন্দীগ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর।

কোন পদে কত নিয়োগ

মোট ১০টি পদে হবে এই নিয়োগ। জেনারেল ডিউটির মেডিক্যাল অফিসার পদে চার জন, মেডিসিন বিশেষজ্ঞ পদে দুজন, অ্যানাস্থেসিয়া বিষেশজ্ঞ দুজন এবং দুজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞকে নিয়োগ করবেন নন্দীগ্রাম সিএমওএইচ।

ন্যূনতম যোগ্যতা

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা থাকতে হবে স্টেট অথবা সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি। বাকি তিনটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে এমডি ডিগ্রি থাকতে হবে। আর্থাত্‍ এমডি মেডিসিন বা এমডি অ্যানাস্থেসিয়া।

বেতন কাঠামো

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেনারেল ডিউটির মেডিক্যাল অফিসার পদের বেতন হবে মাসিক ৪০ হাজার টাকা। বাকি তিনটি পদের বেতন মাসিক ৫০ হাজার টাকা।

বয়স এবং আবেদনের পদ্ধতি

[email protected] ইমেল আইডিতে জীবনপঞ্জি জমা দিতে হবে আবেদনকারীদের। ২৪ মে থেকে থেকে ইন্টারভিউ হবে। সময় ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শনি ও রবিবার বাদ দিয়ে ইন্টারভিউ চলবে। ৬০ বছরের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবেন না। তবে তফসিলি জাতি, উপজাতিদের জন্য বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে।

You might also like