
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গিধনিতে। সেখানকার জঙ্গলের মধ্যে থেকে চার বছরের একরত্তি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতের নাম সাগেন হেমব্রম। তাঁর মা লক্ষ্মী হেমব্রমকে তারপর থেকেই পুলিশ খুঁজছিল। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বড়াই এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে সাফল্য এসেছে।
পুলিশের কাছে ধরা পড়ার পর ছেলেকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে মা। সে জানিয়েছে, গিধনির জঙ্গলে নিয়ে গিয়ে ছেলেকে বিষ খাইয়ে দিয়েছিল সে। ছেলেটির বাবা নেই, আগেই তিনি মারা গিয়েছেন বলে খবর।
তবে কেন এমন নৃশংসভাবে নিজের ছেলেকেই খুন করল মা, তার কারণ স্পষ্ট করে জানা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।