
আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও স্বাভাবিকের চেয়ে তা ২ ডিগ্রি বেশি। তবে গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতে বাধা পড়েছিল। সেই বাধা কেটে গেছে বলেই খবর। যার ফলে শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ঠান্ডা পড়ছে জাঁকিয়ে।
গতকাল ১ জানুয়ারিতেও বেশ ঠান্ডা অনুভূত হয়েছিল কলকাতায়। রাতের দিকে আরও নেমেছিল তাপমাত্রা। আগামী কয়েকদিন জমিয়ে ব্যাটিং করবে শীত, তেমনতাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
এদিন ডুয়ার্সে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলিতেও ১০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। জাঁকিয়ে শীত যে নতুন বছরে ঘরের দুয়ারে চলে এসেছে তাতে আর ধন্দ নেই।