Latest News

পুলিশের জালে বেআইনি গাড়ি চক্রের পাণ্ডা, উদ্ধার গাড়ি

আন্তঃরাজ্য চার চাকার লাক্সারি গাড়ি চক্রের মূল পান্ডা গ্রেফতার। ৫টি গাড়ি উদ্ধার। ধৃতকে পুলিশি হেফাজত

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বেআইনি গাড়ি পাচার রোধে আবার বড় রকমের সাফল্য পেল দুর্গাপুর- আসানসোল পুলিশ প্রশাসন। আন্তঃরাজ্য চার চাকার লাক্সারি গাড়ি চক্রের মূল পান্ডাকে ধরতে সক্ষম হয়েছে জামুরিয়া থানার পুলিশ।

গত বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে জাল বুনছিল একটি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র। পুলিশের কাছে আসা নির্দিষ্ট খবরের ভিত্তিতে গত ২৫ তারিখে জামুরিয়ার নিঘার বাসিন্দা আনজার খানকে গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ এই আনজার খানই গাড়ি পাচার চক্রের মাথা। ওই ব্যক্তিকে আসানসোল মহাকুমা আদালতে তোলা হলে, আদালত থেকে তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জামুরিয়া থানায় একটি সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি তথাগত পান্ডে।

কিছুদিন আগেই চুরি যাওয়া একটি গাড়িসহ আটক করা হয়েছিল তাকে। ধৃত আনজার খানকে জিজ্ঞাসাবাদ করে তারপরও ৪টি চারচাকা গাড়ি উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ। আসানসোল আদালতে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে পুলিশ। এ দিন জামুরিয়া থানায় সাংবাদিক সম্মেলন করে এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে জানান, “একটি গাড়িসহ কয়েকদিন আগে ধরা হয় আনজার খানকে। তখন সে ওই গাড়িটির কোন কাগজপত্র দেখাতে পারেনি । তারপর তাকে আসানসোল আদালতে পাঠিয়ে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তদন্ত শুরু করে এরপর আরও চারটি গাড়ি উদ্ধার করে পুলিশ। ”

এই চক্রটি মূলত বেশি দামের চার চাকার লাক্সারি গাড়ি চুরি করে বিক্রি করত। তারপর সেইসব গাড়িগুলোর ভুয়ো কাগজ বের করে বিভিন্ন মানুষের কাছে মোটা দামে বিক্রি করে দেওয়াই ছিল ওই চক্রের কাজ।

গত ক’মাসে জেলার বিভিন্ন রাজ্যে হু হু করে বেড়েছে চোরাই গাড়ির ব্যবসা। উপরমহল থেকে এ বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশও।রয়েছে। সেই জন্য আনজারকে আটক করে ৫টি চোরাই গাড়ি উদ্ধার’কে নিজেদের বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আসানসোল জামুরিয়া থানার পুলিশ

You might also like