
কেবল হাটে-বাজারে গিয়ে মাইকে প্রচারই করলেন না, শহরের আনাচে-কানাচে বস্তি এলাকার ছোট বাচ্চাদেরও ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির আবেদন নিয়ে বাড়ি বাড়ি সচেতনতা প্রচার করলেন তাঁরা।
শিক্ষক-শিক্ষিকাদের এহেন উদ্যোগে অভিভূত অভিভাবকেরাও। ভাবছেন, এবার সরকারি ইংরেজি মাধ্যম স্কুলেই ছেলেমেয়েদের পাঠাবেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে সরকারি স্কুলগুলোর ওপর ধীরে ধীরে মানুষের অনাস্থা দেখা দিয়েছে। ছেলেমেয়েদের বেসরকারি স্কুলেই ভর্তি করার ধুম এখন।
গত দু’বছরে করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ ছিল। সম্প্রতি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ক্লাস চালু হলেও প্রাথমিক স্কুল একেবারে বন্ধ রয়েছে। তার মধ্যেই নতুন প্রজন্মকে সরকারি স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিলেন জলপাইগুড়ির শিক্ষক- শিক্ষিকারা।