
দ্য ওয়াল ব্যুরো: আবারও ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে ভারতীয় দল প্রমাণ করল, তারা দেশের মাটিতে অপরাজেয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ হারের পরে দেশে ফিরে আবারও স্বমহিমায় রোহিত শর্মার দল। তারা বেঙ্গালুরুর মাঠে ২৩৮ রানে হারাল শ্রীলঙ্কাকে। দুটি ম্যাচ জিতে তারা সিরিজ জিতে নিল। শ্রীলঙ্কা অলআউট হয়ে গিয়েছে ২০৯ রানে।
প্রথম ইনিংসের মতোই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বিপক্ষ ব্যাটসম্যানরা। ফলে টি-টোয়েন্টি সিরিজের পর করুণারত্নেদের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করে দিল রোহিত শর্মার ভারত। আর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট তুলে নিয়ে নয়া রেকর্ড গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছিলেন বুমরা। সোমবার নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় অষ্টম স্থানটি দখল করলেন তিনি। পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে।