
দ্য ওয়াল ব্যুরো: নাম বদলের (renaming) ধারা বহাল যোগী আদিত্যনাথের (yogi adityanath) উত্তরপ্রদেশে (uttarpradesh)। আগ্রার (agra)মুঘল রোড (mughal road) সেই কবেকার। এই নামেই পরিচিতি তার। উত্তরপ্রদেশ সরকার সেই নাম মুছে তার নতুন নাম দিল মহারাজা অগ্রসেন রোড (maharaja agrasen road)। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি খাড়া করে আগ্রার মেয়র নবীন জৈন বলেছেন, কমলা নগরের বাসিন্দাদের দাবি মেনেই এই পদক্ষেপ। ওদের অধিকাংশই মহারাজা অগ্রসেনের অনুগামী। কথিত আছে, অগ্রসেন ছিলেন প্রাচীন কালের বণিক নগরী অগ্রোহার রাজা। ভগবান রামের ছেলে কুশের বংশের লোক ছিলেন তিনি।
এর আগে সুলতানগঞ্জ কি পুলিয়ার নাম বদলে হয়েছে বিকাল চক, প্রয়াত বিজেপি নেতা তথা আগ্রা পূর্বের ৫ বারের বিধায়ক সত্যপ্রকাশ বিকালের নামে।
এখানেই শেষ নয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য শুক্রবারই ঘোষণা করেন, আলিগড়ের রামঘাট মার্গের নাম এবার থেকে হচ্ছে রামঘাট কল্যাণ মার্গ, রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের স্মরণে। কল্যাণকে ভগবান রামের সাচ্চা ভক্ত বলে উল্লেখ করেন মৌর্য্য। এও জানান, রাজ্য সরকার একাধিক জেলার গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ ‘বাবু জি’ কল্যাণ সিংয়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছে।
আলিগড়ে এক জনসভায় তিনি কটাক্ষ করেন, ২০২২ এ আমরা উত্তরপ্রদেশে আবার ক্ষমতায় আসার পর অখিলেশ যাদব, প্রিয়ঙ্কা গাঁধী, তাঁর ভাই রাহুল গাঁধী, ওয়েইসি সহ বিরোধী নেতারা সবাই ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেবেন।
আলিগড়ে ডিফেন্স করিডর খুলে যাওয়ার পর জেলার সামনে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সামগ্রী উত্পাদনের ঘাঁটি হয়ে ওঠার সুযোগ এসেছে বলে অভিমত জানান মৌর্য্য। বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসের কারখানায় উত্সাহ দিলে ইসলামাবাদে আলিগড়ে তৈরি মিসাইল ফেলা হবে।