Latest News

রাত নামলেই মদ-গাঁজার আসর উত্তরপাড়ার মাখলায়, প্রতিবাদে পথে নামলেন স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়া (Uttarpara) স্টেশন লাগোয়া মাখলায় রেলের জমিতে রমরমিয়ে বেআইনি মদের ব্যবসা চলে বলে অভিযোগ। স্টেশন লাগোয়া অটোস্ট্যান্ডে দু’পা গেলে চোখে পড়ে চট টাঙিয়ে দেদার মদের মৌতাত। মদ্যপ যুবকদের হাতাহাতি, অশান্তি নিত্য় নৈমিত্তিক ঘটনা। এর বিরুদ্ধে বার বার অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। অভিযোগ, ওই এলাকায় রাতের দিকে নিরাপত্তার অভাবও বোধ করছেন এলাকাবাসীরা। তাই মদের আসর বন্ধ করার জন্য থানায় লিখিত অভিযোগ জানালেন কাউন্সিলর।

উত্তরপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মাখলায় বেআইনি মদ বিক্রির প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকাবাসীরা। তাঁদের দাবি, সন্ধে হলেই রমরমিয়ে চলছে মদের আসর। এলাকায় বহিরাগতদের আনাগোনাও বেড়েছে। নানা অসামাজিক কাজকর্মও চলে।  মদের ঠেকে ভিড় করে দুষ্কৃতীরা। রাতে তারা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তরপাড়া স্টেশনে বড় কাউন্টার হয়ে কাঁঠালবাগানে যাওয়ার পথ পুরো ভাঙা আর ঘোর অন্ধকার। রাতে ওই পথে মহিলারা গেলে ছিনতাই বা অন্য অত্যাচারের ঘটনা ঘটতেই পারে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। কিন্তু কোনও লাভ হয়নি। মহিলাদের নিরাপত্তাও নেই। গতকাল রাতে ফের কয়েকজন মদ্যপ যুবক ঝামেলা করে এলাকায়। বাড়ি-গাড়ি ভাঙচুর করতে যায়। তাই এর প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে। স্থানীয় তৃনমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে এলাকার মহিলা ও বাসিন্দারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তিনজনকে আটক করেছে বলে খবর।

You might also like