
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বগটুইয়ের ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ তুলেছিলেন। বিরোধী দলনেতা একাধিক চেকের ছবি, ব্যাঙ্কের স্লিপের ছবি দিয়ে দাবি করেন, মিড ডে মিলের তহবিল থেকে বগটুইয়ে মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। যা আসলে অর্থনৈতিক অপরাধ। কেন্দ্রের টাকা এভাবে রাজ্য সরকার অন্য খাতে খরচ করতে পারে না।
বিকেলে ডায়মন্ড হারবার থেকে এর জবাব দিলেন অভিষেক। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, ‘মিড ডে মিলের টাকা যদি দেওয়া হয়ে থাকে তাহলে জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন পর্যালোচনা করবে। কিন্তু সরকারের উদ্দেশ্যটা কী ছিল? যে মানুষগুলো নিহত হয়েছে, তাদের গরিব পরিবারগুলির পাশে দাঁড়ানো।’
এরপরেই অভিষেক বলেন, ‘ওই টাকা দিয়ে তো পাবলিসিটি করা হয়নি। প্লেন কেনা হয়নি। মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার টাকা দিয়েছে। উনি কি বলতে চাইছেন, গরিবের পাশে দাঁড়ানো যাবে না?’
নবান্নে সরকারি ডায়েরি ও ক্যালেন্ডারে নেই অশোক স্তম্ভ, শুধুই বিশ্ববাংলা!
সোজা দিল্লিকে নিশানা করে অভিষেক বলেন, ‘ওঁদের মতো তো ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কেনা হয়নি, লক ডাউনে যখন মানুষ মারা যাচ্ছে তখন সেন্ট্রাল ভিস্তা বানিয়ে অপচয় করা হয়নি। মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। যে ফান্ড থেকেই রাজ্য সরকার দিক না কেন, উদ্দেশ্যটা কী?’
এদিন অভিষেক এও বলেন, ‘অপরিকল্পিত লকডাউনের জন্য হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল, সেটা অর্থনৈতিক অপরাধ নয়? নোটবন্দির সময়ে লাইনে দাঁড়িয়ে ১৩০ জন মারা গিয়েছিলেন। সেটা অর্থনৈতিক অপরাধ নয়?’ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধ হাজার বার করব।’