Latest News

লিলুয়ায় শাশুড়ির সঙ্গে পরকীয়া জামাইয়ের, পালাল দু’জনেই! থানায় গেল মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার দুই তরুণী জা মুম্বই পালিয়ে গেছেন রাজমিস্ত্রির সঙ্গে। এই খবর সামনে আসার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই জানা গেল, হাওড়াতেই শাশুড়ির সঙ্গে পালিয়ে গেছে এক যুবক! লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। জানা গেছে, অভিযুক্ত যুবক কৃষ্ণগোপাল দাস তার স্ত্রীকে ফেলে রেখে শাশুড়ি শেফালি দাসের সঙ্গে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রের খবর, জগদীশপুরের বিশ্বাসপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস। তাঁর বাবা বাবলা দাস পেশায় ভ্যানচালক। বছর চারেক আগে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয় অন্যপাড়ার বাসিন্দা কৃষ্ণগোপালের।

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ঘরজামাই হয়ে থাকত কৃষ্ণ। কিন্তু কেউ টের পায়নি, এর মধ্যেই ৪৩ বছর বয়সি শাশুড়ি শেফালি দাসের সঙ্গে কৃষ্ণর সম্পর্ক ক্রমেই অন্যরকম হয়ে উঠছে। শেষমেশ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। সেই প্রেমের টানে গত শনিবার শাশুড়ির সঙ্গে পালিয়ে যায় বছর বত্রিশের কৃষ্ণ।

ঘটনার পরেই ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। তার পরে বাবার সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। খোঁজ শুরু হয়েছে শেফালি ও কৃষ্ণর। এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

You might also like