Latest News

বোলপুরে আতঙ্ক, বাইক স্টার্ট দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, উড়ে গেল চালকের দুই পা

দ্য ওয়াল ব্যুরো: মোটরবাইক স্টার্ট দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ (Bolpur explosion)। দুমড়ে মুচড়ে যায় বাইক। ছিটকে পড়েন চালক। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দুই পা। এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুর থানার ১৮ নম্বর ওয়ার্ডের খাসপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মোটরবাইক বিস্ফোরণে গুরুতর জখম ওই এলাকার বাসিন্দা মঙ্গলা সাহানী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পা-ই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী (Bolpur explosion)।

এলাকাবাসীরা বলছেন, খাসপাড়া এলাকায় নিজের বাড়ির সামনেই মোটরবাইকে বিস্ফোরণে জখম হয়েছেন মঙ্গলা সাহানি। তাঁর মোটবাইকটি বাড়ির সামনেই দাঁড় করানো থাকে। রোজকার মতো বাইকে স্টার্ট দিতে গিয়েই বিস্ফোরণ ঘটে। স্টার্টে চাপ দিতেই বিস্ফোরণে উড়ে যায় বাইক। ছিটকে পড়েন তিনি। দুই পা মারাত্মকভাবে জখম হয়।

আরও পড়ুন: বাগুইআটির খুন হওয়া দুই নাবালক ড্রাগের নেশা করত, সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক

পুলিশের জানাচ্ছে, বাইকে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। তার দিয়ে তার কানেকশন করা হয়েছিল। অনুমান, দূর থেকে রিমোর্ট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করছে।

প্রসঙ্গত প্রায় দশ বছর আগে বীরভূমের লোকপুর থানা এলাকার গাঙপুরেও একই ভাবে মোটরবাইকে স্টার্ট দিতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল। সে ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী দল তথা এনআইএ। একই চক্র কি বোলপুরেও সক্রিয় হয়েছে? তদন্ত করছে পুলিশ।

You might also like