
দ্য ওয়াল ব্যুরো : বীরভূমের নলহাটি থানার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা এক গৃহবধূর ওপরে নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল। তাঁর বয়স ৩৫ বছর। অভিযোগ, স্বামী ও ননদ দীর্ঘদিন ধরে তাঁর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। কিছুদিন ধরে দেহ ব্যবসায় নামার জন্য তাঁরা ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় বধূর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় ওই বধূ এখন হাসপাতালে ভর্তি। তাঁর স্বামী ও ননদকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, কিছুদিন আগে ওই গৃহবধূকে তার স্বামী মাড়গ্রাম থানা এলাকায় তার অন্য এক বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার ওপরে নৃশংস অত্যাচার করা হয়।