Latest News

দেহ ব্যবসায় নামতে নারাজ বধূ, গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী, ননদ

দ্য ওয়াল ব্যুরো : বীরভূমের নলহাটি থানার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা এক গৃহবধূর ওপরে নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল। তাঁর বয়স ৩৫ বছর। অভিযোগ, স্বামী ও ননদ দীর্ঘদিন ধরে তাঁর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। কিছুদিন ধরে দেহ ব্যবসায় নামার জন্য তাঁরা ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় বধূর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় ওই বধূ এখন হাসপাতালে ভর্তি। তাঁর স্বামী ও ননদকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, কিছুদিন আগে ওই গৃহবধূকে তার স্বামী মাড়গ্রাম থানা এলাকায় তার অন্য এক বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার ওপরে নৃশংস অত্যাচার করা হয়।

You might also like