Latest News

কড়া নিরাপত্তায় মুড়ছে রবিবারের কলকাতা, ভোটের দিন ২৫ পয়েন্ট থেকে চলবে নাকা তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ভোটের আগে হাতে আর মাত্র দিন দুয়েক আছে। আগামী ১৯ ডিসেম্বর রবিবার ভোট হবে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে। ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে এবার একাধিক পদক্ষেপ করল রাজ্য নির্বাচন কমিশন।

বলা হয়েছে কলকাতার ১৪৪ ওয়ার্ডে মোট ৯টি ডিভিশনে ২৫টি নাকা পয়েন্ট করা হবে। সেখান থেকে চলবে নাকা তল্লাশি। ভোট চলাকালীন যাতে কোনও গোলমাল না হয় নজর রাখা হবে সেদিকে।

ইস্ট সাউথ ডিভিশন, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন, সেন্ট্রাল ডিভিশন, সাউথ ওয়েস্ট ডিভিশন, সাউথ সাব-আরবান ডিভিশন, ইস্ট ডিভিশন, পোর্ট ডিভিশন এবং সাউথ ইস্ট ডিভিশনে নাকা পয়েন্ট করা হবে।

এছাড়া হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সবকটি বুথে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া কমিশনের তরফে কুইক রেসপন্স টিম বা কিউআরটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। মোট ৭৮টি কিউআরটি ভ্যান থাকবে। রাখা হবে ১৮টি বিশেষ কিউআরটি ভ্যানও।

জলপথেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভোটের জন্য। ৬টি রিভার পেট্রোলিং টিম থাকছে রবিবার যারা জলপথে ভোট পরিস্থিতি পর্যালোচনা করবে। এছাড়াও থাকবে ৪ জন স্পেশাল অবজারভার এবং ১৬ জন বোরো ভিত্তিক অবজারভার।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে এবার মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। বুথে বুথে ভোটকর্মীরা এবার পাচ্ছেন শীতকালীন ভাতাও। তাঁদের ২৫০টাকা করে দেওয়া হবে বলে খবর।

কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু বৃহস্পতিবার গেরুয়া শিবিরের সেই দাবি নাকচ করে দিয়েছে উচ্চ আদালত। তারা জানিয়েছে এ ব্যাপারে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা হবে।

You might also like