Latest News

সুপ্রিম কোর্টে লখিমপুর নিয়ে শুনানি, বিচারপতি বললেন, আপনারা অন্য অভিযুক্তদের সঙ্গে যেমন ব্যবহার করেন…

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয়, লখিমপুর-খেরির হিংসা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। শুক্রবার শীর্ষ আদালতে ওই ঘটনা নিয়ে জনস্বার্থের মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ বলে, আমরা লখিমপুর নিয়ে অনেক ই-মেল পেয়েছি। কিন্তু আদালতে দুই কৌঁসুলি ছাড়া কাউকে কথা বলতে দেব না।

উত্তরপ্রদেশ সরকারের হয়ে এদিন সওয়াল করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। প্রধান বিচারপতি রামানা বলেন, “এফআইআর দেখে বোঝা যাচ্ছে, ওই অপরাধ ভারতীয় দণ্ডবিধির ৩০৩ নম্বর ধারায় পড়ে। এই ধরনের মামলায় অন্যান্য অভিযুক্তের সঙ্গে যেমন ব্যবহার করা হয়, বর্তমান অভিযুক্তের সঙ্গেও তেমনই ব্যবহার করা উচিত।”

হরিশ সালভে বলেন, “ময়না তদন্তের রিপোর্টে কোথাও বুলেটের ক্ষত-র কথা বলা হয়নি। সেজন্য ১৬০ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে। যেভাবে গাড়িটি চালানো হচ্ছিল, তাতে ৩০২ ধারার মামলাও হতে পারে।” পরে প্রবীণ অ্যাডভোকেট বলেন, “এই মামলায় যে অভিযোগ উঠেছে, তা হয়তো সত্যি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের হয়তো শব্দটি ব্যবহার করতে হবে। এই মামলায় যে প্রমাণ পেশ করা হয়েছে, তা যদি সত্যি হয়, তাহলে খুনের অভিযোগ সত্যি হতে পারে।”

এর মধ্যে জানা যায়, শুক্রবার পুলিশের সামনে উপস্থিত হননি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। গত রবিবার অজয় মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য লখিমপুর খেরিতে কৃষকরা জড়ো হয়েছিলেন। আচমকা একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল সেই জমায়েতে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় চার কৃষক মারা যান। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন আশিস। জেরার জন্য তাঁকে শুক্রবার পুলিশের সামনে উপস্থিত হতে বলা হয়েছিল।

সোমবার আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও বিরোধীদের অভিযোগ, পুলিশ এই হাই প্রোফাইল অভিযুক্তকে আড়াল করতে চাইছে। বৃহস্পতিবার লখনউ জোনের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিং জানিয়েছেন, আশিসকে ইতিমধ্যে সমন পাঠিয়ে যত দ্রুত সম্ভব আসতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও পদক্ষেপ করা হতে পারে। আশিসের ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ।

অভিযুক্তকে আড়াল  করার চেষ্টার অভিযোগ খারিজ করে তিনি বলেন, দেশের আইন সবার জন্য সমান। আমরা নিশ্চিত করব, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী গাড়িটি তাঁদের বলে স্বীকার করলেও ভয়াবহ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিরোধীদের দাবি, মিশ্র ইস্তফা দিন, গ্রেফতার  করা হোক  তাঁর ছেলেকে। তার মধ্যেই মিশ্র দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সরকারের তরফে যদিও তাঁর ইস্তফার দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার রাতে লখিমপুরে মৃত লাভপ্রীত সিং-এর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ১৯ বছর বয়সী লাভপ্রীতের বাড়ির লোক প্রশ্ন তোলেন, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেয়নি পুলিশ?

You might also like