
রফিকুল জামাদার
এবার আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষার রেট আগেই বেঁধে দিয়েছিল স্বাস্থ্য দফতর। মাস কয়েক আগে জানিয়েছিল, ২২৫০টাকার বেশি নেওয়া যাবে না। এবার সেই রেট প্রায় অর্ধেক করে দেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। জানাল, ১২০১ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি ল্যাবরেটরিগুলি।
এর আগেও কোভিড বিধিতে নানা রকম রেট নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কোভিড টেস্টের খরচ যেমন বলে দেওয়া হয়েছে, তেমনই ঠিক করে দেওয়া হয়েছে কত টাকা রেটের খাবার দিতে হবে কোভিড রোগীদের। এবার আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে সেই রেট প্রায় অর্ধেক হবে।
এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে কোনও বেসরকারি ল্যাবরেটরি যদি আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের জন্য সরকারে নির্ধারিত ১২০১ টাকার থেকে বেশি রেট নেয়, তবে তা আইনত অপরাধ বলে গণ্য হবে এবং উপযুক্ত পদক্ষেপ করা হবে।
এর আগে, জুন মাসের ২৬ তারিখে কোভিড চিকিৎসা জন্য বেসরকারি হাসপাতালগুলি রোগীর থেকে কত টাকা নেবে, সেই অঙ্ক বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি কোনও রোগীর থেকে নেওয়া যাবে না। বাকি খরচও কোন খাতে কত হবে, তা উল্লেখ করে দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা আগেই জানিয়েছিলেন, বেসরকারি হাসপাতালে বেশি টাকা নেওয়া হচ্ছে কোভিড রোগীদের থেকে, এমন অভিযোগ এসেছে নানা জায়গা থেকে। বহু জায়গায় রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বৈঠক করতে, রেট বেঁধে দিতে। কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী।
এবার সেই রেট আরও কমিয়ে দেওয়া হল। জুন মাসে ২২৫০ টাকা রেট ঘোষণার আগে পর্যন্ত এই রেট ছিল ৪৫০০ টাকা। অর্থাৎ দু’ফায় কমানো হল কোভিড টেস্টের খরচ।