Latest News

ড্রেনের পাশে পড়ে মাথা-কাটা ভ্রূণ! চাঞ্চল্য বহরমপুরে

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুর (Berhampore) শহরে হাইড্রেনের (High Drain) পাশ থেকে উদ্ধার হল মাথাকাটা ভ্রূণ (Foetus)! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বহরমপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থে ঘটেছে এই ঘটনা। একটি হাইড্রেনের পাশে রাস্তার উপরে পড়ে ছিল ভ্রূণটি। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ভ্রূণটি। ৬ ইঞ্চি লম্বা ভ্রূণটির মাথা কাটা ছিল বলে দাবি স্থানীয়দের। এলাকার লোকজনই পুলিশে খবর দেন। পুলিশ এসে ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাস্থলে আসেন ওয়ার্ডের কাউন্সিলরও। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গতকালই একসঙ্গে ১৮টি সদ্যজাতের ভ্রূণ ফেলে যাওয়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার নার্সিংহোমগুলিতে রমরমিয়ে চলে বেআইনি গর্ভপাত। সেই সমস্ত ভ্রূণই প্ৰত্যেকদিন প্লাস্টিকের কৌটোয় করে ফেলে দিয়ে যাওয়া হয় এলাকার ভাগাড়ে। প্রত্যেকদিন কখনও দু-তিনটি, কখনও বা একসঙ্গে ৩০-৪০টি ভ্রূণ ফেলে দিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা। এই নিয়ে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

উলুবেড়িয়ার ভাগাড়ে সদ্যোজাত-ভ্রূণের ছড়াছড়ি, নার্সিংহোমগুলির বিরুদ্ধে সরব স্থানীয়রা

You might also like