
কোভিড স্বাস্থ্যবিধি শিকেয়! ভিড়ে ঠাসা ব্যাঙ্ক, পরিষেবা না পেয়ে উত্তেজনা চরমে
দ্য ওয়াল ব্যুরো: ভোর পাঁচটা থেকে ঠায় লাইনে দাঁড়িয়ে মানুষ। রয়েছেন বয়স্করাও। বেলা সাড়ে দশটার পর ব্যাঙ্ক খুলল। আর তারপরই শোনা গেল লিঙ্ক ফেল! ক্রোধে ফেটে পড়লেন গ্রাহকরা।
সোমবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রীজ সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে উত্তেজনার পারদ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
লকডাউনের জেরে ব্যাঙ্কের সময়সীমা কমে এমনিতেই ১০টা থেকে ২ টো। তার উপর গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলে ব্যাংক খোলা হয়। তারপর ৫জন করে ভেতরে ডেকে এনে দাঁড় করিয়ে রাখার পর বলা হয় লিঙ্ক ফেল। আজ আর কোনও লেনদেন হবে না। এতেই ক্ষুব্ধ হন লাইনে দাঁড়ানো অজস্র মানুষ।
তাঁদের অভিযোগ, ব্যাঙ্কের এই শাখায় পর্যাপ্ত কর্মীই নেই। দুজন কর্মী মিলেই সবকিছু করছেন। তাই অকারণ হেনস্থার শিকার হতে হচ্ছে গ্রাহকদের।
এদিন অশান্তি দানা বাঁধতেই করোনা সংক্রমণের ভয় পিছু হটল। চরম অব্যবস্থার কারণে টাকা তুলতে না পেরে প্রতিবাদে সরব হয়ে ওঠেন অনেকেই। কোভিড স্বাস্থ্য বিধি শিকেয় তুলে গ্রাহকদের ভিড় উপচে পড়ে ব্যাঙ্কের চৌহদ্দিতে।
চাঞ্চল্য নিয়ন্ত্রণে আনতে শেষে পুলিশ আসে। যদিও জনতার রোষের মুখে পড়ে পরিস্থিতি সামলাতে পুলিশকে অনেকটাই বেগ পেতে হয়।
বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চালায় স্থানীয় পুলিশ। কিন্তু ব্যাংকের তরফে সমস্ত গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়।