Latest News

হাওড়ার ‘ভুল’, অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া কর্পোরেশন বিল-২০২১ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বছরের পয়লা দিনেই অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সমস্ত কাগজপত্র নিয়ে যেন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এও বলা হয়েছে, আপাতত রাজ্যপাল দার্জিলিং রাজভবনে রয়েছেন।

হাওড়া বিল মামলার শুনানিতে ভুল স্বীকার করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শেষ শুনানির দিন তিনি জানান, ‘হাওড়া ও বালি নিয়ে ভুল সওয়াল করেছিলাম। যা অর্ডারে লিপিবদ্ধ হয়েছে, সেই বিষয়ে আমি হলফনামা জমা দেব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।’

আগামী ৬ জানুয়ারির মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে তিনি বলেন, ‘রাজ্যপাল হাওড়া ও বালির বিলে সই করেননি।’

এ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘অ্যাডভোকেট জেনারেল কোর্টকে ও জনগণকে বিভ্রান্ত করেছিলেন। মিথ্যার অভিযোগে অবিলম্বে তাঁকে রাজ্য সরকার অপসারিত করুক।’

আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন রাজ্যপাল বিলে সই করে দিয়েছেন। কিন্তু রাজ্যপাল জানান, তিনি বিলে সই করেননি। ফলে প্রশ্ন ওঠে, কে সত্যি বলছেন? এবার সেই সই কাণ্ড নিয়েই রাজ্যপালের তলব এজিকে।

You might also like