
কেরলের রাজ্যপাল বাধ্য ছাত্রের মতো কেন্দ্রের সমালোচনা ভরা ভাষণ পাঠ করলেন
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির পথে হাঁটলেন না কেরলের (Kerala) আরিফ মহম্মদ খান। আজ কেরল বিধানসভায় রাজ্যপাল (Governor) খান রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণের পুরোটা পাঠ করেন। সেই ভাষণের ছত্রে ছত্রে আছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা।
এমাসের গোড়ায় তামিলনাড়ু বিধানসভায় উল্টো পথে হেঁটেছিলেন রাজ্যপাল রবি। রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণের পুরোটা না পড়েই সভাকক্ষ ত্যাগ করেন তিনি।
অধিবেশন কক্ষের ছবিও ছিল ভিন্ন। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ নিয়ে সরব ছিল শাসক দল ডিএমকে। রাজ্যপাল সভাকক্ষ ছেড়ে যেতেই তাঁর বিরুদ্ধে অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
আজ কেরল বিধানসভার ছবি ছিল ভিন্ন। রাজ্যপাল আরিফ রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ শুরু করা মাত্র বিরোধী দল কংগ্রেস ওয়েলে নেমে ‘গভর্নর-গভর্মেন্ট ভাই ভাই’ স্লোগান দিতে থাকে। শাসক দল সিপিএমের বিরুদ্ধে সরব হয় হাত শিবির।
বিধানসভায় রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করাই রাজ্যপালদের দস্তুর। সেদিক থেকে সাংবিধানিক বিধি মেনেই পদক্ষেপ করেছেন আরিফ মহম্মদ খান। কিন্তু তা নিয়ে চর্চার কারণ, কেরলে সিপিএম পরিচালিত রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের নজিরবিহীন বিরোধ। রাজ্যপাল আরিফ রাজ্য সরকারের নীতি, সিদ্ধান্তের সমালোচনায় সীমা ছড়িয়েছেন, অভিযোগ সিপিএমের। তিনি এমনকী মন্ত্রীদের বরখাস্ত করার হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন।
সেই রাজ্যপাল আজ যে ভাষণ পাঠ করেন তাতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা রয়েছে। আছে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা।
বাজার থেকে রাজ্যের ঋণ নেওয়ার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। এরফলে রাজ্য সরকার আর্থিক সংকটে পড়েছে, ভাষণে উল্লেখ করেন রাজ্যপাল। আরও বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের সাংবিধানিক ও আইনি অধিকারে হস্তক্ষেপ করছে।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও সিপিএমের মধ্যে রাজ্যে ছদ্ম লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করতেই এই চক্রান্ত।
নেতাজির মূর্তিতে মালা পরানো নিয়ে মুর্শিদাবাদে অশান্তি! বামেদের মিছিলে হামলা