Latest News

বাঘ এবার গোসাবায়, ঝাঁপিয়ে পড়ল বনকর্মীর উপর! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। কুলতলির পর এবার আতঙ্ক গোসাবায়। বাঘটিকে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

জানা গেছে, শুক্রবার গোসাবা ব্লকে একটি বাঘ ঢুকে পড়েছিল। তাকে আবার জঙ্গলে তাড়ানোর চেষ্টায় ছিলেন বনকর্মীরা। তখনই এই অঘটন ঘটেছে। বাঘের থাবায় জখম ওই বনকর্মীর নাম পার্থ হালদার। বন দফতরের ফরেস্ট গার্ড তিনি। তাঁকে বাঘের মুখ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আঘাত তেমন গুরুতর নয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই ছাড়া পেয়েছেন তিনি।

বন দফতর সূত্রের খবর, এদিন বাঘ ধরার জন্য জঙ্গলে জাল লাগানোর কাজ করছিলেন ওই ফরেস্ট গার্ড। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। গ্রামবাসীরা মনে করছেন ঝিলার জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছে ওই বাঘ। তাকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য পটকা ফাটিয়ে জাল দিয়ে চারদিক ঘিরে ফেলে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। চলছে সতর্কতামূলক প্রচারও।

You might also like