Latest News

হোস্টেলের ‘পচা’ খাবার খেয়ে অসুস্থ ১৯ ছাত্রী, তুমুল অশান্তি মহম্মদবাজারে

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীবাসে (Girls’ Hostel) রান্না করা খাবার খেয়ে অসুস্থ ১৯ জন ছাত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহম্মদবাজারে (Muhammadbazar)।

মহম্মদবাজারের জয়পুরে আদিবাসী ছাত্রীবাসে গতকাল রান্না হয়েছিল সব্জি, ডিম আর ভাত। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৯ জন ছাত্রী। তাদেরকে তৎক্ষণাৎ মহম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

ছাত্রীদের অভিযোগ, গতকাল খাওয়ার সময় ডিমের গন্ধটা ঠিকঠাক লাগছিল না। ডিম পচা ছিল। সেই পচা ডিম রান্না খেয়েই তারা অসুস্থ হয়েছে।

হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন ছাত্রীদের অভিভাবকেরা। তারা হোস্টেলের এই গা-ফিলতির জন্য শাস্তির দাবি জানিয়েছেন।

যদিও হোস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রীদের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

উৎসশ্রীর জোয়ার, চলে গেলেন একমাত্র শিক্ষিকা! খড়গ্রামের স্কুলে শুধুই পড়ুয়া, পাহারায় কর্মচারী

You might also like