বাসন্তীতে নিখোঁজ নাবালিকা ছাত্রী,চরম উৎকন্ঠায় পরিবার
Share
সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : ২০২১ এর ২১ নভেম্বর বন্ধুর বাড়ি (Friend’s house) যাচ্ছি বলে বেরিয়েছিল দশম শ্রেণীর ছাত্রী (Class 10 Student)। তারপর থেকে তার খোঁজ মিলছে না। পুলিশ প্রশাসনকে (Police) জানিয়েও উদ্ধার করা যায়নি নিখোঁজ ছাত্রীকে। অসহায় পিতা-মাতা উৎকন্ঠায় প্রহর গুনছেন, কখন বাড়ি ফিরবে তাদের আদরের বড় মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার ৫ নম্বর চড়াবিদ্যা এলাকায়।অভিযোগ, প্রতিবেশী যুবক প্রশান্ত সরদার তাকে নিয়ে অন্যত্র চলে গিয়েছে। প্রশান্ত সরদার নামে ওই যুবকের খোঁজ চালাচ্ছে বাসন্তী থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রশান্ত সরদারের বাবা নারায়ণ সরদারকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে। নিখোঁজ ছাত্রীর বাবা ও মায়ের অভিযোগ, প্রশান্ত তাদের মেয়েকে নিয়ে গিয়ে অন্যত্র কোথাও লুকিয়ে রেখেছে। প্রায় দু’মাস ধরে লুকিয়ে রাখা হয়েছে তাকে।