
দ্য ওয়াল ব্যুরো, খড়দহ: খড়দহে ব্যস্ত রাস্তায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। এখনও পর্যন্ত পাওয়া খবরে ঘটনার দুই দিন পর একজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত আটটায় খড়দহের পাতুলিয়ায় রাস্তা থেকে টানতে টানতে মহিলাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকজন যুবক মিলে তাঁর উপর নারকীয় অত্যাচার চালায় বলে অভিযোগ।
গোটা ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। রাত আটটায় জমজমাট রাস্তা থেকে কীভাবে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হল, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে। তবে, অত্যাচারের পরও পুলিশকে স্পষ্ট ভাষায় বয়ান দিয়েছেন মহিলা। জানিয়েছেন, কীভাবে রাস্তা থেকে তাঁকে তুলে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চার-পাঁচ জন যুবক তাঁকে ধর্ষণ করে। বারবার মহিলাকে মেরে ফেলার কথাও বলে ওই যুবকরা।
‘দাদা, কংগ্রেসে যোগ দিতে চাই’, লক্ষ্মণের ফোন তুলেই ভূত ভাগালেন মান্নান
বুধবার রাত আটটার সময় নিজের ১২ বছরের ছেলেকে টিউশন থেকে নিয়ে আসছিলেন মহিলা। তখনই তাঁকে ঘিরে ধরে দুই যুবক। রাস্তা থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় নির্মীয়মান বহুতলে, চলে নারকীয় অত্যাচার। অত্যাচারের ফলে জ্ঞান হারান তিনি। পরে এলাকাবাসীরা মহিলাকে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। তাঁদের উদ্যোগেই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ প্রথমে তদন্তে নেমে জানতে পারে, নির্যাতিতার স্বামী একজন বিজেপি কর্মী। তাই গণধর্ষণের পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হয়। তবে, বৃহস্পতিবার পুলিশ জানায়, এই ঘটনায় কোনও রাজনৈতিক দল বা কর্মীদের হাত নেই। অভিযুক্তরা এলাকারই মস্তান।
আপাতত আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা হাসপাতালে ভর্তি। দফায় দফায় জ্ঞান হারাচ্ছেন তিনি। অভিযুক্ত যুবকদের খোঁজ করছে পুলিশ। আটক একজনকে চিনতে পেরেছেন ওই মহিলা বলে জানা যাচ্ছে। তাকে জেরা করেই বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টায় পুলিশ।