
খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতালকে পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল। এত দিন এখানে সারি কেসের চিকিৎসা চলছিল। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলাশাসক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাষক আব্দুল কালাম আজাদ ইসলাম, পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা।
জেলার পাঁচ মহকুমার মধ্যে কোভিড সংক্রমণে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হল এদিন।
৮০ বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশি চিকিৎসক থেকে সাধারণ মানুষ।
ব্যারাকপুর শিল্পাঞ্চল মানে অত্যন্ত ঘনজনবসতিপূর্ণ অঞ্চল। কামারহাটি থেকে নৈহাটি বরাবর বিটি রোড ও ঘোষ পাড়া রোডের দু’পাশে রয়েছে হাজারো শ্রমিক মহল্লা। তাই এই অঞ্চলে সংক্রমণ বাড়তে থাকায় গভীর উদ্বেগ তৈরি হয় জেলা প্রশাসনের মধ্যেও। অগস্টের মাঝামাঝি সময়েই সিদ্ধান্ত হয়েছিল ব্যারাকপুর.মহকুমায় আরও হাসপাতাল বাড়ানো হবে। এদিনই তারই ফিতে কাটলেন জেলাশাসক।