Latest News

মধুচোর ভাল্লুক ধরতে কালিম্পংয়ের গ্রামে খাঁচায় মুরগির টোপ

দ্য ওয়াল ব্যুরো : নতুন উৎপাত শুরু হয়েছে কালিম্পংয়ের গ্রামে। ভাল্লুকের উৎপাত। মধুর লোভে ভাল্লুক হানা দিচ্ছে পাহাড়ি গ্রামে। মৌপালকদের বিশেষ ধরনের বাক্স ভেঙে মধু খেয়ে পালাচ্ছে। গ্রামবাসীদের ছাগল আর মুরগিও ধরে নিয়ে যাচ্ছে। পাশাপাশি নষ্ট করছে ফসলের খেত। ভাল্লুকের উপদ্রবে অতিষ্ঠ স্থানীয় গ্রামবাসীরা বাধ্য হয়ে পালা করে রাতপাহারার ব্যবস্থা করেছেন। মধুচোর ভাল্লুক ধরতে বিভিন্ন জায়গায় খাঁচা পেতেছেন বন দফতরের লোকজন। খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছে মুরগি।

কালিম্পংয়ের নানা এলাকায় ইদানীং ভাল্লুকের আনাগোনা বেড়েছে। এখানে-সেখানে ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। কালিম্পংয়ের সামসিং ফাঁড়ির মণ্ডলগাঁও, খাসমহলের বাসিন্দারাও ভাল্লুকের উৎপাতে আতঙ্কিত। মণ্ডলগাঁওয়ের বাসিন্দা রূপেশ লেপচা জানান, অনেকদিন ধরে ভাল্লুকের উৎপাতে তাঁরা অতিষ্ঠ। ভাল্লুক এসে খেতের ফসল নষ্ট করছে, ছাগল-মুরগি সাবাড় করছে। আতঙ্কে তাঁদের রাতের ঘুম উড়ে গেছে। শোনা যাচ্ছে, আশপাশের তিনকাটারি, ভালুখুপ, রঙ্গোতেও ভাল্লুক আসছে। গ্রামবাসীরা পালা করে রাতপাহারা দিচ্ছেন। বন দফতরের তরফে তাঁদের পটকা দেওয়া হয়েছে।

সেখানেও শীতের মরসুমেই জমে ওঠে মধুচাষ। লাভের আশায় ফুলের খেতের পাশে মৌমাছির বাক্স বসান মৌপালকরা। কিন্তু ভাল্লুকের উৎপাতে এখন মধুচাষ মাথায় উঠেছে তাঁদের। নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে দিনরাত হিমালয়ান ব্ল্যাক বিয়ার হানা দিচ্ছে বলে খবর। ভাল্লুকরা কেবল মধু বা অ্যাভোকাডোর লোভে আসছে না, গ্রামবাসীদের মুরগি, ছাগলও শিকার করছে। খেতের ফসলও নষ্ট করছে। স্থানীয় বাসিন্দা তরুণী রুকিত লেপচা জানান, ভোরের দিকে কাঠের তৈরি বাক্স ভেঙে তাঁদের ‘কুকরা’ (মুরগি) নিয়ে পালিয়েছে ভাল্লুক।

গত তিন দশকে এলাকায় ভাল্লুক বা অন্য বন্যপ্রাণীর উৎপাত দেখা যায়নি বলে জানাচ্ছেন সামসিং ফাঁড়ির মণ্ডলগাঁও, খাসমহলের বাসিন্দারা। ভাল্লুকের উপদ্রবে তাঁদের অর্থকরী ফসল ও প্রাণীর ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি ভাল্লুকের আগমনে আতঙ্কেও রয়েছেন তাঁরা। দ্রুত বিহিত করার জন্য বন দফতরের কাছে আবেদন রেখেছেন সকলে। জানা গিয়েছে, ভাল্লুক ধরতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে বন দফতর। নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের সামসিং ফরেস্ট রেঞ্জ থেকে মণ্ডলগাঁও অবধি লোহার খাঁচায় মুরগি রেখে টোপ দেওয়া হয়েছে। যদি তার লোভে এসে বাছাধন ধরা পড়ে সেই আশায় সকলে।

You might also like