Latest News

টিটাগড় জুটমিলে বড় আগুন! নাইট শিফ্টে ছিলেন ৮০০ শ্রমিক, হতাহত জানা যায়নি

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে আচমকা আগুন টিটাগড় কেলভিন জুটমিলে!ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে বহুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সকাল অবধি ধিকিধিকি আগুন রয়ে গেছে এখনও।

সূত্রের খবর, জুটমিলের পাটঘরে এই আগুন লাগে। দাহ্য পাটের তন্তু বেয়ে সহজেই ছড়িয়ে পড়ে আগু। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও কিছু ইঞ্জিন আনা হয়েছে।

জানা গেছে, এই মিলের নাইট শিফটে কাজ চলার সময়ে রাত ৯টা নাগাদ আগুন লাগে। সে সময়ে নাইট শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছিলেন। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

বিস্তারিত আসছে…

You might also like