
সূত্রের খবর, জুটমিলের পাটঘরে এই আগুন লাগে। দাহ্য পাটের তন্তু বেয়ে সহজেই ছড়িয়ে পড়ে আগু। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও কিছু ইঞ্জিন আনা হয়েছে।
জানা গেছে, এই মিলের নাইট শিফটে কাজ চলার সময়ে রাত ৯টা নাগাদ আগুন লাগে। সে সময়ে নাইট শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছিলেন। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।