
আরও পড়ুন
অপেক্ষার শেষ, ভারতের মাটি ছুঁল পাঁচ রাফাল, স্বাগত জানাল বায়ুসেনা
অভিযোগ, ছ’বছর বয়সের নাবালিকা মেয়েকে প্রতিদিন রাতে ধর্ষণ করত বাবা। প্রতিদিন নিজের বাবার লালসার শিকার সহ্য করতে না পেরে তার পিসির কাছে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। তার উপরে বাবার অত্যাচারের কথা সে জানায়। এর পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে অভিযুক্ত বাবার উপরে চড়াও হয়। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তিনিই খবর দেন কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত বাদল রায় পেশায় রাজমিস্ত্রি। ওই ব্যক্তির শিশুকন্যা স্থানীয় আবদুলঘাটা শিশু শিক্ষাকেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়ে। বুধবার বিকেল নাগাদ শিশুকন্যা কান্নাকাটি করতে থাকে। কান্না শুনে প্রতিবেশীরা তার পিসি দুলা রায়কে ডেকে আনে। এরপর শিশুটি পিসির কাছে সবকিছু খুলে বলে। তার অভিযোগ মা না থাকায় প্রতিদিন রাতে তার বাবা বাদল রায় তাকে ধর্ষণ করে। বাবার এই প্রতিদিনের অত্যাচার আর সে সহ্য করতে পারছে না।
শিশুকন্যার এই অভিযোগ শোনার পরে এলাকার বাসিন্দারা খবর দেন স্থানীয় কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাসকে। প্রশান্তবাবু এসে কথা বলেন শিশুকন্যাটির সঙ্গে। এর পরেই প্রশান্তবাবু কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গ্রেফতার করে ধর্ষক বাবাকে।