
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ শিল্পী নারায়ণ দেবনাথ। তাঁকে ভর্তি করা হয়েছে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
বৃহস্পতিবার বিকেলে অসুস্থ শিল্পীকে হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতালের আইসিইউ কেবিনে গিয়ে চিকিৎসকদের কাছে খোঁজ খবর নেন তাঁরা। সেখানেই পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর পদ্মশ্রী পেয়েছেন নারায়ণবাবু। অসুস্থতার জন্য তিনি দিল্লি যেতে পারেননি। এদিন সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
অরূপ রায় জানান, কথা না বললেও চোখ খুলে তাকিয়েছেন নারায়ণ দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য ফল মিষ্টি ও শাল পাঠিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।আগেই রাজ্যের তরফে নন্টেফন্টে, হাঁদাভোঁদার স্রষ্টার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছিল। সেই মতোই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নারায়ণ দেবনাথের শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছেবেশ কয়েক ইউনিট রক্তও দিতে হয়েছে তাঁকে।